বাকৃবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত
ক্যাম্পাস
দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে (শনিবার) ২৯ জুলাই সকাল ১০টায় ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষি অর্থনীতি’ শীর্ষক আঞ্চলিক সেমিনার বাকৃবি সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল বারকাত এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী হাসান কামাল। সেমিনারে লোকবক্তব্য উপস্থাপন করেন বাকৃবি সাবেক ভাইস চ্যান্সেলর ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ক্রমবর্ধমান কৃষি অর্থনীতির বীজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সনের ১৩ ফেব্রæয়ারি এই বাকৃবিতে পুঁতে ছিলেন। কৃষিবিদগণ কৃষি অর্থনীতির ক্রমবর্ধমান এ বিকাশের কৃতিত্বের দাবিদার। মাথাপিছু প্রয়োজন অনুযায়ী কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করতে হবে। কৃষি জমির পরিমাণ হ্রাস এবং অনাবাদি জমির পরিমাণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে কৃষি অর্থনীতিবিদদের নতুন পলিসি তৈরি করতে হবে। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আবুল বারকাত বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষি অর্থনীতির উন্নয়নে কৃষি উৎপাদনের পদ্ধতি বুঝে নতুন পলিসি তৈরি করতে হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আইনুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান এবং সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সম্পাদক জনাব পার্থ সারথী ঘোষ। অনুষ্ঠানের ২য় পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনীতির সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল বারকত এবং বাকৃবি কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন। প্রফেসর ড. আবুল বারকাতকে জাপান সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘দ্য অর্ডার অফ রাইজিং সান, গোল্ড রেইস উইথ নেক রিবন’ প্রদান করায় সেমিনারে বাকৃবির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ, গবেষকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।