বাকৃবিতে স্ট্যাটিসটিক্যাল প্যাকেজ ফর এমএস স্টুডেন্টস ইন এগ্রিকালচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত
ক্যাম্পাস
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘স্ট্যাটিসটিক্যাল প্যাকেজ ফর এমএস স্টুডেন্টস ইন এগ্রিকালচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলনে কক্ষে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘এগ্রোমেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট’ প্রজেক্টের প্রধান শাহ কামাল খান।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত ৪৬ জন শিক্ষার্থীদের জন্য কৃষিজ স্ট্যাটিক্যাল প্যাকেজ প্রশিক্ষণ আয়োজন করে এগ্রোমেটেরিওলজি বিভাগ। এর মধ্যে জুলাই সেশনে ২৫ জন ও আগস্ট সেশনে ২১ জন অংশগ্রহণ করেন। প্রতি সেশনে ৮ দিনব্যাপী কর্মশালায় মিনিট্যাব, আর ও এসপিএসএস বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।