৩:১৬ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • ৪ মণ ওজনের বাঘাইড় মাছ, বিক্রি করতে চান ৪ লাখ টাকা!
ads
প্রকাশ : মার্চ ২৪, ২০২১ ৮:৩০ পূর্বাহ্ন
৪ মণ ওজনের বাঘাইড় মাছ, বিক্রি করতে চান ৪ লাখ টাকা!
মৎস্য
বাঘাইড় মাছ

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির ৪ মণ ওজনের বাঘাইড় মাছ। আড়ৎ কাজির বাজার থেকে মাছটি কিনে নেয়া বিল্লাল বিক্রি করতে চান ৪ লাখ টাকা।

মাছটি দেখে অনেকেই বলছেন, ‘এত বড় মাছ জীবনে দেখিনি’। বিশাল মাছটি বিক্রির জন্য সিলেটের বন্দরবাজারের লালবাজারে নিয়ে এসেছেন বিল্লাল মিয়া।

ফেঞ্চুগঞ্জে যারা মাছটি ধরেছেন তারা এটি সিলেট নগরীর বৃহৎ মাছের আড়ৎ কাজির বাজারে বিক্রি করেন। সেখান থেকে কিনে এনেছেন বিল্লাল মিয়া। তবে কত টাকায় কিনেছেন তা তিনি জানাতে চাননি।

বিল্লাল মিয়া বলেন, ‘কুশিয়ারায় বড় মাছ ধরা পড়লে আমার কাছে খবর আসে। একইভাবে মঙ্গলবার সকালে খবর আসে অনেক বড় মাছ ধরা পড়েছে। পরে জানতে পারি মাছটি কাজিরবাজার আড়তে তোলা হয়েছে। সেখান থেকে মাছটি কিনে লালবাজারে নিয়ে আসি’। বিল্লাল মিয়া জানান, বাঘাইড় মাছটির ওজন প্রায় ৪ মণ। তিনি এটি ৪ লাখ টাকায় বিক্রি করতে চান।

এদিকে লালবাজারে গিয়ে দেখা গেছে, বিশাল বাঘাইড় মাছটি দেখতে বাজারে নানা বয়সী মানুষ ভিড় করেছেন। অনেকে মাছটি ছুঁয়ে দেখছেন, পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।

আবদুস সালাম বলেন, ‘এত বড় মাছ সচরাচর দেখা যায় না’।

বিক্রেতা বিল্লাল মিয়া জানিয়েছেন, একক ক্রেতা না পেলে বুধবার সকালে মাছটি তিনি কেটে কেজি দরে বিক্রি করবেন। এর আগে নগরীতে মাইকিং করা হবে। তবে ইতিমধ্যেই কেজি দরে মাছ নিতে ৩০-৩৫ জন নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, গত বছরের ২৯ অক্টোবর ফেঞ্চুগঞ্জে হাকালুকি হাওরে ধরা পড়ে একজোড়া বড় বাঘাইড়। গত ৪ সেপ্টেম্বর কুশিয়ারায় ধরা পড়েছিল প্রায় ৪ মণ ওজনের আরেকটি বাঘাইড়। গভীর জলের নদী কুশিয়ারায় বাঘাইড়, বিশাল আকৃতির বোয়াল, চিতলসহ বড় বড় মাছ প্রায়ই ধরা পড়ে বলেও জানান সংশ্লিষ্টরা।

তথ্যসুত্রঃ প্রথম আলো

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop