বিএলআরআই‘র পূর্ণ মহাপরিচালক হলেন ড. মো: আবদুল জলিল
প্রাণিসম্পদ
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর পূর্ণ মহাপরিচালক (গ্রেড-২) পদে নিয়োগ পেলেন বিএলআরআই-এর বর্তমান মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবদুল জলিল।
আজ মঙ্গলবার(১৭ আগস্ট)রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপন অনুযায়ী তিনি এই পদে নিয়োগ পান।
ইতোপূর্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারিকৃত অফিস আদেশ অনুযায়ী তিনি গত ০৪/০৩/২০২১ খ্রিঃ মহাপরিচালক পদে চলতি দায়িত্ব এবং ১৫/০৩/২০২১ খ্রিঃ মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব লাভ করেন।
তাঁর এই সাফল্যে বিএলআরআই-এর সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীগণ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বিএলআরআই-এর সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা অভিনন্দন। একই সাথে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, উত্তরোত্তর সমৃদ্ধি এবং তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।