বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধারের পর মৃত্যু
প্রাণ ও প্রকৃতি
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা মিনাপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মাটিয়া ধূসর রঙ্গের পুরুষ নীলগাই আটক করে হরিপুর থানা পুলিশ ও স্থানীয়রা।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে এলাকাবাসি বিলুপ্ত প্রজাতির নীলগাই দেখতে পায়। পরে হরিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশসহ আশপাশের লোকজনকে নিয়ে সেটিকে ধরা হয়।
খবর পেয়ে স্থানীয় কারিগাও বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয় ও বিজিবির নিকট হস্তান্তর করা হয়। সন্ধ্যায় কারিগাও ক্যাম্পে চিকিৎসা দেয়া অবস্থায় নীলগাইটি মারা যায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নীলগাই উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, সাথে সাথেই কারিগাও বিজিবি’র নিকট প্রাণীটি হস্তান্তর করা হয়েছে। ধরার সময় জখম হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নীলগাইটি মারা যায়।