বৃষ্টিতে সরিষা আবাদে ক্ষতির আশঙ্কা
কৃষি বিভাগ
টাঙ্গাইলে দুইদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। শীতের মধ্যে হওয়া এই বৃষ্টিতে জেলায় সরিষাসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে সোমবারের (৬ ডিসেম্বর) মধ্যে বৃষ্টি শেষ হলে সরিষার তেমন ক্ষতি হবেনা বলে জানিয়েছেন সদর উপজেলা কৃষি অফিসার।
জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর জানা যায়, চলতি মৌসুমে টাঙ্গাইলে ৪৭ হাজার ৯৮৩ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।
সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের সরিষা চাষী আল আমিন বলেন, এ বছর দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। অর্ধেক জমিতে ফুল এসেছে। কিন্তু দুই দিন ধরে দফায় দফায় বৃষ্টি হওয়ায় ক্ষেতের ক্ষতি হতে পারে।
অপর কৃষক রুবেল মিয়া বলেন, আমার এক বিঘা জমির সরিষা নিয়ে চিন্তায় আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, সূর্যের দেখাও মিলছে না। ফলে সরিষার ফলনে ক্ষতি হতে পারে।
সদর উপজেলার কৃষি অফিসার জিয়াউর রহমান বলেন, উপজেলায় ৫ হাজার ৯১০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশ জমির সরিষায় ফুল এসেছে। সোমবারের মধ্যে বৃষ্টি শেষ না হলে ক্ষতির সম্ভবনা রয়েছে।
জেলা আবহাওয়া অফিসের বেলুন মেকার লুৎফর রহমান বলেন, রোববার সকাল ৬ টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত দুই দিনে টাঙ্গাইলে ৩১ মিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।