বৃষ্টির প্রভাবে হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম
এগ্রিবিজনেস
বৃষ্টির কারণে দিনাজপুরে হিলির পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ছয় টাকা। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
ব্যবসায়ীর জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ কমের কারণে দাম বেড়েছে।
রোববার হিলি পাইকারি ও খুচরা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দুই দিনের ব্যবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ প্রতিকেজি ৬ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। এতে পেঁয়াজ কিনতে এসে চরম বিপাকে পড়তে হয় সাধারণ ক্রেতাদের।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সাব্বির হোসেন বলেন, ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমেছে,সেই সঙ্গে বৃষ্টির কারণে দুদিন থেকে আড়ৎগুলোতে দেশীয় পেঁয়াজের সরবরাহও কমে গেছে। এতে দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে।