বেগুনী রঙের বাঁধাকপি চাষে সফল গাইবান্ধার বেলাল
কৃষি বিভাগ
বেগুনী রঙের বাঁধাকপি চাষ করে সাফল্য পেয়েছেন গাইবান্ধার কৃষক বেলাল হোসেন। নতুন জাতের এই সবজির ফলন ভালো আর দাম বেশি পাওয়ায় লাভবান হয়েছেন তিনি।
বেলাল হোসেনর এই সাফল্য দেখে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন বেগুনী বাঁধাকপি চাষে। এজন্য পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন। অন্যের জমি বর্গা নিয়ে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ, আলু, টমেটো, ক্যাপসিকামসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেন তিনি।
এবার নতুন জাতের সবজি, বেগুনী রংয়ের বাঁধাকপি চাষ করে লাভবান হয়েছেন তিনি। দু’টি জমিতে ১০ হাজার বাঁধাকপির চারা রোপন করেন। কিছু দিন পরেই সারি সারি বেগুনী বাঁধাকপিতে ভরে যায় ক্ষেত। পাইকারি বিক্রি করছেন প্রতি পিস ২৫-৩০ টাকায়।
আলাদা সার ও কীটনাশক ছাড়াই ভালো ফলন হয়েছে এই বাঁধাকপির। বেলালের সফলতা দেখে স্থানীয় অনেক চাষীই আগামীতে বেগুনি রঙের এই বাঁধাকপি চাষে আগ্রহী হয়ে উঠছেন।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন জানান,বেগুনী বাঁধাকপি চাষে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে কৃষক বেলাল হোসেনকে।
তিনি বলেন, আগামীতে জেলায় বেগুনী রঙের বাঁধাকপির চাষ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।