ব্রিডার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি কাজী জাহিন হাসান, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান
পোলট্রি
আগামী দুই বছরের জন্য গঠিত হলো ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) এর নতুন কার্যনির্বাহী পরিষদ। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী ফার্মস লিঃ এর পরিচালক কাজী জাহিন শাহ পার হাসান এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহাবুবুর রহমান।
গত ২ এপ্রিল অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভা শেষে প্রত্যক্ষ ভোটে অংশ নিয়ে ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সদস্যগণ ২০২২-২৪ মেয়াদের জন্য নতুন সদস্যদের নির্বাচিত করেন।
বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শামসুল আরেফিন খালেদ (অঞ্জন) বলেন, ব্রিডার্স ইন্ডাষ্ট্রির সংকটকালীন সময়ে রকিবুর রহমান (টুটুল) সাহেবের নেতৃত্বে বর্তমান কমিটির সদস্যরা দায়িত্বশীল ভ‚মিকা পালন করেছেন। তাঁদের অবদানের কারনেই ব্রিডার্স ইন্ডাষ্ট্রি ঘুরে দাঁড়াতে পেরেছে।
রকিবুর রহমান (টুটুল) বলেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। ইন্ডাষ্ট্রির সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও যে কোন প্রয়োজনে পাশে থাকব।
দায়িত্ব গ্রহণের পর নব-নির্বাচিত সভাপতি কাজী জাহিন হাসান বলেন, এটি একটি দায়িত্বশীল কাজ এবং সকলে মিলে একসাথে কাজ করলে অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী হবে।
বিএবি’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আফতাব বহুমুখী ফার্মস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান (শাহরিয়ার)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাশ এগ্রো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল হক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ন-সাধারন সম্পাদক- শাহ্ ফাহাদ হাবীব, পরিচালক, প্ল্যানেট এগ্রো লিঃ; অর্থ সম্পাদক- কাজী গাফ্ফার আহমেদ, পরিচালক, দি বাংলাদেশ হ্যাচারিজ লিঃ; সাংগঠনিক সম্পাদক- ইমরান উদ্দিন সাগর, পরিচালক, প্রোগ্রেসিভ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ; সাংস্কৃতিক সম্পাদক- শাহেদা পারভীন তৃষা, পরিচালক, ভিআইপি শাহাদাত পোল্ট্রি এন্ড হ্যাচারি লিঃ; লোকসম্পর্ক ও মিডিয়া সম্পাদক- ডাঃ গোলাম মোর্শেদ, পরিচালক, কোয়ালিটি ব্রিডার্স লিঃ এবং অফিস সম্পাদক- কামরুল হাসান, পরিচালক, মনু হ্যাচারী লিঃ।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন : মসিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, প্যারাগন পোল্ট্রি লিঃ; শামসুল আরেফিন খালেদ, পরিচালক, নারিশ পোল্ট্রি এন্ড হ্যচারী লিঃ; মোঃ রকিবুর রহমান (টুটুল), ব্যবস্থাপনা পরিচালক, নাহার পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ; মোঃ সাইফুল আলম খান, ব্যবস্থাপনা পরিচালক, এগ্রো চিকস্ এন্ড ফিসারিজ লিঃ এবং সুচাত শান্তিপদ, প্রেসিডেন্ট, সিপি বাংলাদেশ কোঃ লিঃ।