ব্রুডিং এ কখন খাদ্য দিবেন
পোলট্রি
ডাঃ শুভ দত্ত: ব্রয়লার বাচ্চাকে ব্রুডিং এ খাদ্য দেবার সময় নিয়ে আমরা অনেকেই দ্বিধা-দ্বন্দে থাকি। কেউ বলে বাচ্চা ব্রুডারে ছাড়ার ২-৩ ঘন্টা পর খাদ্য দিতে হবে। কেউ বলে ৪ ঘন্টা পর, কেউ বলে ৬ ঘন্টা পর তো কেউ বলে বাচ্চা ব্রুডারে ছাড়ার ১০ ঘন্টা পর খাদ্য দিতে হবে। সবগুলোই হয়তো সঠিক তবে সবচেয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো ব্রুডারে বাচ্চা ছাড়ার পূর্বেই খাদ্যের পাত্রে খাদ্য দিয়ে দেয়া যেন বাচ্চার ব্রুডিং শুরু হবার সাথে সাথে খাদ্য খেতে পারে।