৩:১৮ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • ভাগীরথীতে ধরা পড়ল ২০ কেজির বিশাল বিরল প্রজাতির মাছ!
ads
প্রকাশ : জুন ৪, ২০২১ ২:১১ অপরাহ্ন
ভাগীরথীতে ধরা পড়ল ২০ কেজির বিশাল বিরল প্রজাতির মাছ!
মৎস্য

ভাগীরথী নদী থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল প্রায় কুঁড়ি কেজি ওজনের (20 kgs rare species fish) এক বিরল প্রজাতির মাছ! যা দেখে খুবই উচ্ছ্বসিত সকলে৷ ২০ কেজির এত বড় মাছ হালে অনেকদিনই ওঠেনি জালে৷ এত বড় মাছ কোন প্রজাতির তা বুঝে উঠতে পারছেন না এলাকার কোনও মৎসজীবী (rare fish bengal)৷

তাই মাছটির গায়ে ভারতীয় জাওয়ানদের পোশাকের ছাপ থাকায় মৎস্যজীবীরা মাছটির নাম দিয়েছেন মেলেটারি মাছ (spot on fish skin)! আপাতত এই মিলিটারি মাছ (military fish) নিয়ে চলছে নানা জল্পনা এবং সকলেই একবার এসে দেখে যাচ্ছেন এই বিশালাকার মাছটি৷

ঘটনাটি শান্তিপুর স্টিমার ঘাট এলাকার, ভাগীরথী নদীতে৷ বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো মৎস্যজীবীরা মাছ ধরতে জাল পাতেন নদীতে৷ জাল টানার সময় লক্ষ্য করেন একটি ১০ কেজি ওজনের রুই মাছ জালে বেঁধে রয়েছে। এরপরই মৎস্যজীবীদের নজরে পড়ে জালে আটকে রয়েছে বিশাল আকৃতির (Big 20 kg fish)একটি মাছ৷ যা জাল টেনে নৌকায় তুলতেও হিমশিম খায় মৎস্যজীবীরা।

মুখ হা করা এই মাছের প্রজাতি চিনতে পারেননি কেউ৷ তাই মাছের চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে নাম রাখা হয়েছে মিলিটারি মাছ এবং সেই নামেই এলাকায় সাড়া পড়ে গিয়েছে৷ নৌকায় তোলার পর দেখা যায় মাছটির গায়ে মেলেটারি পোশাকের ছাপ।

মৎস্যজীবীরা জানান মাছটির ওজন প্রায় কুড়ি কেজি৷ স্বভাবতই এই ধরনের মাছ এর আগে কখনও ভাগীরথী নদীতে (Bhagirathi River Fish) দেখা যায়নি বলে দাবি মৎসজীবীদের। মৎসজীবী রায় মোহন বিশ্বাস জানান যে, ‘অনেকদিন এই পেশায় রয়েছি৷ মাছ ধরছি৷

তবে এত বড় মাছ আগে কখনও জালে ওঠেনি৷ অনেক রকম মাছ দেখলেও, এমন মাছ আগে দেখিনি৷ তাই নাম বা কোন প্রজাতির মাছ, সেটাও সঠিক বলতে পারব না৷’ খবর ছড়াতেই স্টিমার ঘাট এলাকার এক বাসিন্দা মাছটি কিনে নেন৷ কেজি প্রতি ২০০ টাকা দামে তিনি মাছটি কেনেন। বিরল প্রজাতির এই মাছটিকে দেখার জন্য স্থানীয়রাও ভিড় জমান ভাগীরথী নদীর ধারে। সূত্র: নিউজ১৮.বাংলা।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop