ভৈরবে বোরো চাষের ব্যস্ততা
কৃষি বিভাগ
বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন ভৈরবের কৃষকরা। চলছে চারা পরিচর্যা ও রোপণের কাজ। এবছর ভালো ফলন ও কাক্সিক্ষত দাম আশা করছেন চাষিরা।
ভৈরবের বিস্তীর্ণ ফসলের মাঠ এখন ধানের চারায় ভরপুর। পুরো মাঠ যেন সবুজের গালিচা। চলছে চারা উত্তোলন, রোপন, সেচ ও সার দেয়ার ব্যস্ততা। এবছর ভৈরবের শ্রী-নগর, আগানগর, সাদেকপুর ও জোয়ানশাহী হাওরের প্রায় ৫ হাজার ৮’শ ৫০ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে বোরো ধান।
এবার ধানের দাম বেশি হওয়ায় বোরো চাষে ঝুঁকছে ভৈরবের কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকলে ভালো ফলনের আশা করছেন তারা।
চাষীদের সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম।
অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত সুবিধা পেলে বোরো চাষ ও ধানের উৎপাদন বাড়বে আশা করছেন কৃষকরা।