মনপুরায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
কৃষি বিভাগ
ভোলা জেলার মনপুরা উপজেলায় আজ ২০২১-২২ মৌসুমে রবি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় হাজির হাট ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞার সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: নিজাম হাওলাদার, উপসহকারী কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন।
উপজেলার মোট ৪টি ইউনিয়নের ২৫শ ৬৫ জন কৃষকের গম ,ভ’ট্টা, সরিষা,সূর্যমূখি,চিনাবাদাম,মুগ খেসারী বীজও রাসায়নিক সার দেয়া হয়।