মাওয়ায় ২৫ মণ জাটকাসহ আটক ৪
মৎস্য
মাওয়ায় মাছের আড়ৎ থেকে ২৫ মণ জাটকাসহ পিকআপের সাথে ড্রাইভার এবং অবৈধ জাটকা পাচারে নিয়োজিত ৩ জন অসাধু ব্যাবসায়ীকে আটক করে কোস্ট গার্ড।
বুধবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
আটকরা হলেন মো. বিল্লাল (৩২), মো. বাবু (৩৪), ইমামুল হক (৪০) ও পিকআপ চালক দীন ইসলাম (৪৭)। আজ ভোর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান মাওয়া এই বিশেষ অভিযানটি পরিচালনা করে।
কমান্ডার আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় এলাকায় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-১৬৭৯) এর মধ্যে থাকা ৫ টি গ্যালন তল্লাশী করে আনুমানিক এক হাজার কেজি (২৫ মণ) জাটকা জব্দ করা হয়। এ সময় পিকআপের সাথে ড্রাইভার এবং অবৈধ জাটকা পাচারে নিয়োজিত ৩ জন অসাধু ব্যাবসায়ীকে আটক করা হয়।
পরে আটক অসাধু ব্যাবসায়ীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং জব্দ করা মাছগুলো উপজেলা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।