মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
মৎস্য
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ছোট আংটিহারা এলাকায় শাকবাড়িয়া নদীতে ধরতে গিয়ে বজ্রপাতে তৌহিদুল্যাহ (১৯) নামের এক যুবকের মুত্যু হয়েছে।
রোববার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল্যাহ ঘড়িলাল গ্রামের তৈয়বুর আলী মোল্যার ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার দুপুরে তৌহিদুল্যাহ তার বাবার সঙ্গে শাকবাড়িয়া নদীতে মাছের পোনা ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ বৃষ্টি হয়। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম শামছুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।