মাছ শিকারের অবৈধ বাঁধ-জাল ধ্বংস
মৎস্য
ফরিদপুরে কুমার নদে অবৈধভাবে আড়াআড়ি বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলার চুমুরদী ও ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা সংলগ্ন কুমার নদে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন ধরনের জালও নদ থেকে অপসারণ করে পরে সেগুলো ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ অন্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ কুমার নদে ও এর আশপাশে অবৈধভাবে বাঁশের বেড়া ও জাল দিয়ে মাছ শিকারের খবর পেয়ে বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয় এবং বাঁধগুলো অপসারণের পাশাপাশি নিষিদ্ধ জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।