৭:৩৫ পূর্বাহ্ন

শুক্রবার, ৩ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • মালয়েশিয়ার কেলানতান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন এর সাথে বাকৃবি উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত
ads
প্রকাশ : জুলাই ৩, ২০২৩ ৩:১২ অপরাহ্ন
মালয়েশিয়ার কেলানতান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন এর সাথে বাকৃবি উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: মালয়েশিয়ার কেলানতান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোহা. ফারহান হানিফ বিন রেদওয়ান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব ) প্রফেসর ড. মো. আব্দুল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন । গত রবিবার (২জুলাই, ২০২৩) বিকেলে ভাইস-ভাইস-চ্যান্সেলর অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে উপাচার্য বলেন, দুই দেশে এই দুই প্রতিষ্ঠান শিক্ষা ও গবেষণায় যৌথভাবে কাজ করে প্রাণিসম্পদের উন্নয়ন তরান্বিত করবে।
সভায় মালয়েশিয়ার কেলানতান ইউনিভার্সিটির সাথে বাকৃবি ভেটেরিনারি অনুষদের  সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা হয়। এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার উপকরণ, যৌথ গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ স্বল্প মেয়াদী বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা  করা সম্ভব হবে। এছাড়া দ্বিপাক্ষীক এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলে বাকৃবি ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নশিপের সুযোগ পাবে।
এর আগে প্রফেসর ড. মোহা. ফারহান হানিফ বিন রেদওয়ান এর সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের বিভাগীয় প্রধানদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভেটেরিনারি অনুষদ এর সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এই দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদার এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়ের বিষয়ে আলোচনা হয়।
এসময় ড. ফারহান বলেন, মালয়েশিয়ার কৃষি শিক্ষার সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্পর্ক অনেক পুরোনো। মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাকৃবির সৃষ্টিলগ্ন থেকে গ্রাজুয়েশন ও পোষ্টগ্রাজুয়েশর নিয়ে সাফল্যের সাথে মালয়েশিয়ার কৃষি সংশ্লিষ্ট সেক্টরে অবদান রেখে যাচ্ছে। এজন্য তিনি বাকৃবির সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও  কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত রবিবার (২জুলাই, ২০২৩) বিকেল ৩টায় ভেটেরিনারি অনুষদীয় মেডিসিন কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান। দ্বিতীয় পর্বের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল আউয়াল।
সভার শুরুতে  বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষা,  গবেষণা ও সম্প্রসারণ বিষয়ে যাবতীয় তথ্য উপস্থাপন করেন ফার্মাকোলজি বিভাগের ড. ফাতেমা আক্তার এবং কেলানতান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের তথ্য তুলে ধরেন ড. ফারহান । এসময় উপস্থিত শিক্ষকদের সঙ্গে এই দুই প্রতিষ্ঠানের সাথে পারস্পারিক সম্পর্ক জোরদার এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়ের বিষয়ে আলোচনা হয়।

ড. ফারহান বলেন, মালয়েশিয়ার কৃষি শিক্ষার সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্পর্ক অনেক পুরোনো। মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাকৃবির সৃষ্টিলগ্ন থেকে গ্রাজুয়েশন ও পোষ্টগ্রাজুয়েশর নিয়ে সাফল্যের সাথে মালয়েশিয়ার কৃষি সংশ্লিষ্ট সেক্টরে অবদান রেখে যাচ্ছে। এজন্য তিনি বাকৃবির সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও  কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বাকৃবিতে অধ্যয়নরত মালয়েশিয়ান প্রায় ৩৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, দুই দেশে এই দুই প্রতিষ্ঠান শিক্ষা ও গবেষণায় যৌথভাবে কাজ করে প্রাণিসম্পদের উন্নয়ন তরান্বিত করবে।
সভায় মালয়েশিয়ার কেলানতান ইউনিভার্সিটির সাথে বাকৃবি ভেটেরিনারি অনুষদের  সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা হয়। এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার উপকরণ, যৌথ গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ স্বল্প মেয়াদী বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা  করা সম্ভব হবে। এছাড়া দ্বিপাক্ষীক এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলে বাকৃবি ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নশিপের সুযোগ পাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ড. জয়ন্ত ভট্টাচার্য, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের ড. মোঃ নাজমুল হাসান সিদ্দিকী, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মারজিয়া রহমান ও প্রফেসর ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী, ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলাম এবং ফার্মাকোলজি বিভাগের ড. আফরিনা মুস্তারি।

মতবিনিময় সভায় বাকৃবিতে অধ্যয়নরত মালয়েশিয়ান প্রায় ৩৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop