মুরগি ড্রেসিং করতে গিয়ে একজনের মৃত্যু
পোলট্রি
ক্রেতার কাছে মুরগি বিক্রি করে তা ড্রেসিং করে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন এক বিক্রেতা।
গতকাল শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম মো. সোহেল (৩২)। তিনি বারশত ইউনিয়নের গুন্দ্বীপ তোতাগাজীপাড়ার মো. আবুল খায়েরের ছেলে। রাতেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
স্থানীয় লোকজন বলেন, মুদিদোকানের পাশাপাশি মুরগি বিক্রি করতেন সোহেল। এক ক্রেতা মুরগি কিনতে এলে তিনি মুরগি বিক্রি করেন। মুরগিটি ড্রেসিং করে দিতে বললে তিনি বিদ্যুতের সুইচে টিপ দেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতের চাচা ও বারশত ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল উদ্দিন বলেন, ক্রেতাকে মুরগি ড্রেসিং করে দিতে গিয়ে সোহেল মারা গেল।