মেহেরপুরে বোরো ধান চাষের প্রস্তুতি
কৃষি বিভাগ
মেহেরপুরে বোরো মৌসুমকে সামনে রেখে চলছে জমি তৈরির প্রস্তুতি। তবে ডিজেলের দাম বাড়ায় সেচ কাজসহ উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ে শঙ্কিত চাষীরা। তারা বলছেন, ধানের পাশাপাশি বেশকিছু ফসলও সেচনির্ভর। জ্বালানি তেলের দাম বাড়ায় ফসলের উৎপাদন খরচ বাড়বে।
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের কৃষক মানিক মিয়া। বোরো ধান চাষের জন্যজমিতে সেচ দেয়ার খরচ নিয়ে চিন্তার ভাজ পড়েছে কপালে। ডিজেলের দাম বৃদ্ধির ফলে জমি চাষ, সেচসহ উৎপাদন ব্যয় বৃদ্ধির তুলনায় ধান বিক্রি করে সেই টাকার উঠবে কি না তা নিয়েও সংশয়ে তিনি।
কিছুদিনের মধ্যেই বোরো মৌসুমের জন্য ধানের চারা রোপন করবে কৃষকরা। এখন চলছে জমি প্রস্তুুতির কাজ। বোরো ধানের চাষ পুরোপুরি সেচ নির্ভর। ডিজেলের দাম প্রতি লিটারে ১৫টাকা বেড়ে ৮০টাকায় বিক্রি হচ্ছে। এতে আবাদ করার বাড়তি খরচ নিয়ে চিন্তিত কৃষক।
জেলা প্রসাশক মনসুর আলম খান জানালেন, কৃষকদের নানাভাবে সহযোগীতা করা হচ্ছে।
কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পায় সে জন্য কাজ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।