যশোরে এক বোঁটায় ৭ লাউ!
কৃষি বিভাগ
এক বোঁটায় ৭টি লাউ! এই যেন চাঞ্চল্যকর খবর। তবে প্রকৃতির নিয়মেই এক বোঁটাই একটি করে লাউ ধরলেও মাঝে মাঝে প্রকৃতিতেও আসে পরিবর্তন। আর ঠিক তেমনটি হয়েছে যশোরের অভয়নগর উপজেলার কোটা গ্রামে স্থানীয় কামরুল হাসানের বাড়িতে। এতো লাউ ধরার চাঞ্চল্যকর খবর পেয়ে সেই গ্রামে প্রতিদিনই ভিড় বাড়ছে উৎসুক জনতার।
এ বিষয়ে কামরুল হাসান জানান, তার রোপিত এই লাউগাছে প্রথমে এক বোটায় ১১টি লাউয়ের জালি ধরেছিল। কিন্তু পরবর্তীতে সাতটি লাউ বড় হয়েছে। বাকি লাউগুলো নষ্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, এই লাউ দেখতে এলাকার লোকজন আমাদের বাড়িতে ভিড় ।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, জানান, হাইব্রিডসহ প্রায় ১২ রকম জাতের লাউ এ অঞ্চলে আবাদ হয়ে থাকে। এ রকম ঘটনা সচরাচর তেমন একটা ঘটে না। তবে জেনেটিকের কারণে একটি বোটায় একাধিক লাউ ধরতে পারে বলে তিনি জানান।