রংপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদযাপন
প্রাণিসম্পদ
রংপুর বিভাগের ৮টি জেলার, ৫৪টি উপজেলায়, উপজেলা সদরে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন” প্রকল্পের আওতায় “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১” উদযাপিত হয়েছে।
শনিবার(৫মে) এটি উদযাপন করা হয়।
রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর পরিচালক(ভারপ্রাপ্ত) ডা. মো. সিরাজুল হক বলেন, করোনার ক্রান্তি লগ্নে রংপুর বিভাগের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সমূহ নিরলস পরিশ্রম করে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
তিনি আরো বলেন, আমি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেছি। সার্বিক কার্যক্রম সন্তোষজনক ছিল। এ মহাযজ্ঞ কার্যক্রম সফল ভাবে সমাপ্ত করার জন্য অত্র বিভাগের সকল কর্মকর্তা/কর্মচারীগণকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।