রমনা পার্কের লেকে মাছের পোনা অবমুক্ত
মৎস্য
রমনা পার্কের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার।
শুক্রবার বিকালে তিনি রুই, কাতল, পাঙ্গাশ, চিতলসহ দেশি প্রজাতির বিভিন্ন মাছ অবমুক্ত করেন।
এ অনুষ্ঠানের আয়োজন করে বিলিভার্স অ্যাংলার বিডি ও ভোরের সাথী নামের দুটি সংগঠন।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব বলেন, রমনা পার্কের নতুন জীবনদানের চেষ্টা করা হচ্ছে। দেওয়াল, ওয়াকওয়ে সংস্কার করা হচ্ছে। এসব কাজের কারণে রমনাপার্কের সবুজ ও সৌন্দর্য নষ্ট হবে না।
তিনি বলেন, রমনা পার্কের সকল বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এসব কাজ শুরু করার আগে রমনাপার্কে যারা হাঁটাচলা করেন তাদের সঙ্গে কথা বলা হয়েছে। পার্কের সার্বিক উন্নয়নের স্বার্থে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রমনা পার্কের উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করছি।