রাঙামাটিতে সম্ভাবনাময় হয়ে উঠছে পাহাড়ে আদা চাষ
কৃষি বিভাগ
পাহাড়ে দিন দিন বাড়ছে আদার বাণিজ্যিক চাষাবাদ। বিশেষ করে রাঙামাটিতে ৩ হাজার হেক্টরেরও বেশি জমিতে উৎপাদিত মসলাজাতীয় এ পণ্যটি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে সারাদেশে।
বাণিজ্যিকভাবে আদা উৎপাদন হয় রাঙামাটি সদর, কাপ্তাই, রাজস্থলী, নানিয়ারচর, বরকলসহ বেশকয়েকটি এলাকায়। এখন আদা সংগ্রহের মৌসুম, ফলে দূর দূরান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। পাহাড়ে উৎপাদিত আদার চাহিদা দেশজুড়ে বেশি, আর এবার ফলনও হয়েছে ভালো। এই খাত সংশ্লিষ্টরা বলছেন, আমদানি বন্ধ করলে দেশের চাষীরা লাভবান হবে।
চাষিদের আগ্রহ বাড়াতে ঋণ দিচ্ছে পল্লি উন্নয়ন বোর্ড। চাষাবাদ বিস্তৃত হলেই আমদানি নির্ভরতা কমবে, বলছেন রাঙামাটি সদর বিআরডিবি কর্মকর্তা ফিরোজ উদ্দিন।
রাঙামাটি জেলায় এবছর ৩ হাজার ১৫০ হেক্টর জমিতে আদার চাষ হয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৪০ হাজার টন। উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ আর সরকারি পৃষ্ঠপোষকতা চান পাহাড়ের আদা চাষিরা।