রাজধানীতে Paws & Claws Vet care’র যাত্রা শুরু
পাঁচমিশালি
নিজস্ব প্রতিবেদকঃ পোষাপ্রানী প্রেমীদের আধুনিক ভেটেরিনারি সেবা সাধারন মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে রাজধানীতে Paws & Claws Vet care এর যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার ( ১১ জানুয়ারি ২০২২ ইং) রাজধানীর নিকুঞ্জ-২ এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে এ কর্মসুচি উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো আনোয়ার হোসেন (ডিভিএম, এম এইচ) আগত অতিথিদের স্বাগত জানান।
প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, “ দীর্ঘদিন পেট প্রাকটিসের সাথে যুক্ত থাকার কারনে, রাজধানীতে একটি আধুনিক সুযোগ সুবিধা সংম্বলিত পেট কেয়ার ক্লিনিক চালু করার ইচ্ছে ছিল। তারি ধারাবাহিকতায় আজ নিকুঞ্জ-২ Paws & Claws Vet care যাত্রা শুরু হল। এখানে পেট প্রানি প্রেমীদের বিভিন্ন ধরনের পোষাপ্রানী যেমন- বিড়াল, কুকুর, খরগোশ, সহ সকল ধরনের পাখির সুচিকিৎসা ও নিয়মিত অপারেশন করা হবে” আমার লক্ষ্য সাধারন মানুষ যেন সুচিকিৎসা পায়”
উক্ত গ্রান্ড অপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোঃ গোলাম মোর্শেদ, ডা. মোঃ রফিকুল ইসলাম ভুইয়া, ডা. কে এম এহসানুল ইসলাম, ডা. মো দিদারুল ইসলাম খান, ডা. মো তরিকুল ইসলাম , ডা. মো মুস্তাফিজুর রহমান, ডা. মো রাশেদুল ইসলাম, ডা. নাঈম আক্তার পলাশ , ডা. অমর্ত্য বাড়ৈ সহ প্রমুখ।