লাখ টাকার চাকরি ছেড়ে মাছ চাষে সফল মন্ডল
মৎস্য
বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবলু মন্ডল ঢাকায় লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে সপরিবারে গ্রামে গিয়ে এখন কই মাছের সফল চাষি। অনেকেই তাকে দেখতে আসেন। শিখে যান চাষ পদ্ধতি।
চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে বাবলু মন্ডল জানান, কই মাছে কম চর্বি ও পুষ্টিকর। দাম তুলনামূলক বেশি। তাই কই মাছের চাষ শুরু করি। নিজেদের ৪৫ শতক জলাশয়ে ৩৫ হাজার কই মাছের পোনা ছাড়ি। প্রায় দেড় মাসে মাছগুলো প্রতিটি ৫০ থেকে ১০০ গ্রাম ওজন হয়েছে। মাছের সব পরিচর্যা নিজেই করি। নোংরা খাবার দেই না, ভাসমান ফিড (খাবার) খাওয়াচ্ছি। তাই মাছগুলো পরিচ্ছন্ন। প্রায় এক লাখ ৬৬ হাজার টাকা খরচ হয়েছে। আশাকরি দ্বিগুণ টাকার মাছ বিক্রি হবে। চিতলমারী উপজেলা মৎস্য অফিসের লোকেরা নিয়মিত পরামর্শ দিয়েছেন।
বাবলু আরো জানান, তিনি গাজীপুরে একটা গার্মেন্টস কোম্পানিতে ব্যবস্থাপনা পর্যায়ের পদে চাকরি করতেন। করোনার অচলাবস্থায় চাকরি ছাড়তে হয়। গ্রামে ফিরে উপজেলা মৎস্য অফিসে কই মাছ চাষের প্রশিক্ষণ নেই। এরপর চাষে সফল হয়েছি।
শ্যামপাড়া গ্রামের বাসিন্দা সহাদেব গাইন, পরিমল বৈরাগীসহ অনেকে জানান, বাবলুর উদ্যোম ও সফলতায় তারা অবাক হয়েছেন। বাবলুর দেখাদেখি তারাও কই মাছ চাষের জন্য মৎস্য অফিসে যোগাযোগ শুরু করেছেন।
চিতলমারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মাদ জিল্লুর রহমান রিগান জানান, বাবলু মন্ডলের উৎসাহে আমরা মুগ্ধ। কঠোর পরিশ্রমই তাকে সাফল্যে পৌঁছে দিয়েছে। বাবলুর মতো যেকোনো চাষির পাশেই আমরা আছি।