শেকৃবি হলের ১০ তলা থেকে পড়ে যাওয়া সেই ছাত্রীর মৃত্যু
ক্যাম্পাস
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) হোস্টেলের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে আহত সেই ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
নিহত ওই শিক্ষার্থীর নাম মারিয়া রহমান (২৪)। তিনি নাটোর জেলার গুরুদাসপুর উত্তর নারীবাড়ি গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে। শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ লেভেল ৩-এর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন তিনি। থাকতেন শেখ হাসিনা হলে ৭০৩ নম্বর রুমে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শেকৃবির আবাসিক হলের ১০ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মারিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ বিষয়ে শেকৃবির প্রক্টর ড. মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘পরিবার থেকে জানতে পেরেছি মেয়েটির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।