সিলেটের কানাইঘাটে নবনির্মিত কৃষক প্রশিক্ষণ ভবনের উদ্ধোধন
কৃষি বিভাগ
কানাইঘাট জকিগঞ্জ (সিলেট-৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড: হাফিজ আহমদ মজুমদার কানাইঘাট উপজেলায় কৃষক প্রশিক্ষন কেন্দ্রের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন।
গত সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় উদ্বোধন অনুষ্টানে তার সাথে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মুনমুন নাহার আশা, কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য আলমাছ উদ্দিন, ১৫নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন, দিঘীরপার ইউপির বর্তমান চেয়ারম্যান আলী হোসেন কাজল, নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট সদর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমদ চৌধুরী, থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামিম, শাহাব উদ্দিন, উপ সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ,আলংগীর হোসেন,আজাদ মিয়া,মূদুল পাল প্রমুখ।