সোনালি মুরগির দাম বেড়েছে দেড়গুণ
পোলট্রি
বাজারে চাল, ডাল, ভোজ্যতেলের পর এবার মুরগির মাংসের দামও বাড়ছে। গত ১০-১২ দিন ধরে সব ধরনের মুরগি বিক্রি হচ্ছে চড়া দামে। দেশের মানুষের আমিষের অন্যতম প্রধান উৎস মুরগির মাংস। কিন্তু কিছুদিন ধরে মুরগির দাম ধারাবাহিক ঊর্ধ্বগতির কারণে তা চলে যাচ্ছে নিম্ন বা মধ্য আয়ের মানুষেরই ক্রয়ক্ষমতার বাইরে। বেশি বেড়েছে সবচেয়ে জনপ্রিয় সোনালি বা কক মুরগির দাম।
গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা যায়।
জানা যায়, আগে এই মুরগির দাম ছিল কেজিপ্রতি ১৯০ থেকে ২০০ টাকা। কিন্তু গত কয়েকদিন ধরে তা বিক্রি হচ্ছে ৩২০ টাকার বেশি। ব্রয়লার মুরগির দাম ১২০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ বা ১৬০ টাকায়। বেড়েছে লেয়ার ও দেশি মুরগির দামও।
একজন মুরগি বিক্রেতা (৩৫) জানান, ‘মুরগির ছোট ছোট খামার বন্ধ হয়ে গেছে। এখন বড় বড় কোম্পানি পাঁয়তারা করছে। তারা মাল ছাড়ছে না। ওরা টাকাটা কামায় নিতাছে। মালটা বন্ধ করে দিছে। এই ব্যবসা নিয়া সিন্ডিকেট করে ফেলছে।’
এদিকে গরু বা খাসির মাংস আগের দামে বিক্রি হলেও, বাজারে এখনো স্বস্তি ফেরেনি চালের দামে।