স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি সিকৃবি অফিসার পরিষদের শ্রদ্ধা
ক্যাম্পাস
অর্ঘ্য চন্দ (সিকৃবি) : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতি্তে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে সিকৃবি অফিসার পরিষদ।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় শ্রদ্ধাঞ্জলী জানান তারা। এসময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে এ দেশের স্বাধীনতা পূর্ণতা লাভ করে। প্রিয় নেতাকে ফিরে পাওয়ায় এ দেশের লাখো-কোটি মানুষ আনন্দে উদ্বেলিত হয়। দেশে ফিরে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে একটি জাতিকে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সব কাজ করার দরকার, বঙ্গবন্ধু সেটাই করেছিলেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক’।
অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফখর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, চিফ মেডিক্যাল অফিসার ডা. অসীম রঞ্জন রায়, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিয়া, অতিরিক্ত রেজিস্ট্রার সুহেল আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।