হাঁস পালন করে স্বাবলম্বী আদরী
পোলট্রি
আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের আদরী খাতুন হাঁস পালন করে সফলতার মুখ দেখেছেন। নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে দিন রাত কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন তার। তার এই প্রচেষ্টা দেখে বাড়তি আয়ের আশায় এলাকার অনেকেই হাঁস পালনে আগ্রহী হচ্ছেন।
জানা যায়, স্বামীর দেওয়া টাকা ও নিজের জমানো টাকা দিয়ে আদরী খাতুন খাটি ক্যামবেল জাতের ৬০০টি হাঁসের বাচ্চা ৩ লাখ টাকা দিয়ে কিনে বাণিজ্যিক ভাবে হাঁস পালনের যাত্রা শুরু করেন। হাঁসগুলো প্রতিনিয়ত ডিম দিতে শুরু করেছে। তার স্বামী ও ছেলে খামার দেখাশোনা করেন। অন্যান্য কাজের তারা আদুরী খাতুনকে সাহায্য করেন।
আদরী খাতুনের স্বামী ইয়াকুব প্রামানিক বলেন, তার ইচ্ছে ছিল নিজে কিছু করবে। আমি তাকে তার নিজের পায়ে দাঁড়াতে অনুপ্রেরণা যুগিয়েছি। সংসার দেখাশোনার পাশাপাশি সে হাঁস পালনে কঠোর পরিশ্রম করে সফল হয়েছে এটা আমার কাছে খুব আনন্দের।
খামারী আদরী খাতুন বলেন, স্বামীর টাকা ও আমার টাকা মিলিয়ে ৬০০ হাঁসের বাচ্চা কিনে খামার শুরু করি। আমার ইচ্চা ছিল নিজের পায়ের দাঁড়ানোর। তাই খামার প্রতিষ্ঠা করতে আমার স্বামী আমাকে সাহায্য করেছেন। বর্তমানে আমার খামারের সব হাঁস বড় হয়েছে এবং ডিম দেওয়া শুরু করেছে। আশা করছি ডিম ও হাঁস বিক্রি করে ৩-৪ লক্ষ টাকা আয় করতে পারবো।
তিনি আরো বলেন, আয়ের টাকা দিয়ে গরু-ছাগল, মাছ, পোল্ট্রি ও কবুতর পালন করার জন্য চিন্তা ভাবনা মাথায় নিয়েছি। সরকারি আর্থিক সহযোগীতা পেলে খামার আরো বড় করে করতে পারবো।