হাটহাজারীতে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী কৃষি গবেষণা-সম্প্রসারণ-পর্যালোচনা ও কর্মসূচি বিষয়ক আঞ্চলিক কর্মশালা
কৃষি বিভাগ
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: চট্টগ্রাম অঞ্চলের কৃষি বিভাগের বিভিন্ন সংস্থার সমন্বয়ে দুই দিন ব্যাপী সম্প্রসারণ-পর্যালোচনা ও কর্মসূচি বিষয়ক কর্মশালা ২৪ মে হাটহাজারীস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে শুরু হচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোছাম্মৎ সামছুন্নাহার পরিচালক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোফাজ্জল করিম ও নোয়াখালী সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মহী উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন হাটহাজারী আরএআরএস এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জুলফিকার আলী ফিরোজ।
কৃষিতে চট্টগ্রাম অঞ্চলের ভাবনা নিয়ে কৃষি বিভাগের কৃষি গবেষণা, ধান গবেষণা, পরমাণু কৃষি গবেষণা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন, সুগার ক্রপ গবেষণা, ফলিত পুষ্টি গবেষণা, কৃষি উন্নয়ন করপোরেশান এবং কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী,নোয়াখালী, লক্ষীপুর, বীজ প্রত্যয়ন এজেন্সি, চট্টগ্রাম, হর্টিকালচার সেন্টার, রামু, ঝিলংজা, হাটহাজারী সহ এনজিও প্রতিনিধিরা এই কর্মশালায় উপস্থিত থাকবেন।
তিনটি কারিগরি অধিবেশনে এই কর্মশালায় প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বিজ্ঞানী উপস্থিত থাকবেন।