হালদা নদীতে ১০ হাজার মিটার অবৈধ ভাসা জাল জব্দ
মৎস্য
হালদা নদীর মা মাছ রক্ষায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন ১০ হাজার মিটার অবৈধ ভাসা জালসহ জাল বসানোর সরঞ্জাম ও নোঙর জব্দ করেছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হালদা নদীর গড়দুয়ারা এলাকা থেকে হালদা মুখ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম আইডিএফ ও রৌশনগীর একদল স্বেচ্ছাসেবক।
ইউএনও মো. শাহিদুল আলম বলেন, হালদা নদীর মা মাছসহ জীববৈচিত্র্য রক্ষায় হালদা নদীতে নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হালদা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ ভাসা জাল, জাল বসানোর সরঞ্জামসহ একটি নোঙর জব্দ করেছি।
তিনি আরও বলেন, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য অনুরোধ করছি।
অভিযানে যারা সহযোগিতা করেছেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান ইউএনও মো. শাহিদুল আলম।