হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম
কৃষি বিভাগ
এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আবারও ৩ টাকা কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ। প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ টাকা। গতকাল যা বিক্রি হয়েছে ২৩ টাকায়। আমদানি বেশি হওয়াতে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।অন্যদিকে তিন দিনের ব্যবধানে পাইকারি বাজারে কেজি প্রতি ২০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা তিন দিন আগে বিক্রি হয়েছে ৫০ টাকায়। দেশের বাজারে দেশিয় মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়াতেই কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি হওয়াতে দাম কমেছে। তবে দাম কমলেও ক্রেতা নেই বলছেন ব্যবসায়ীরা। গত এক সপ্তাহের তুলনায় কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে গেছে পেঁয়াজের দাম।
কাঁচা মরিচ কিনতে আসা আরিফুল ইসলাম বলেন, হিলি বাজারে মরিচের দাম কমেছে। সেই জন্য আজকে ৫ কেজি কাঁচা মরিচ কিনলাম। তবে প্রতি কেজি কাঁচা মরিচ ২০ টাকার মধ্যে থাকতো তবে আমাদের মতো সাধারণ ক্রেতাদের সুবিধা হতো।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, সম্প্রতি ভারত হতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। তবে দেশের বাজারে সেই তুলনায় চাহিদা কম রয়েছে। চাহিদা কম হওয়াতে দাম কমতে শুরু করেছে। সেই সাথে দেশীয় পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। আগামীতে আরো কমতে পারে পেঁয়াজের দাম বলেও জানান তিনি। তিনি আরও বলেন ব্যবসায়ীরা আপাতত ভারত থেকে কোন প্রকার কাঁচা মরিচ আমদানি করছেন না। কারণ দেশিয় বাজারে কাঁচা মরিচের উৎপাদন ভাল হয়েছে এবং প্রচুর পরিমান সরবরাহ রয়েছে।