১৩৪ জনকে নিয়োগ দেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
চাকুরির খবর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর অধীনে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে। ‘ক্ষেত্র সহকারী’ পদে মোট ১৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: ক্ষেত্র সহকারী।
পদসংখ্যা: মোট ১৩৪ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে এইচএসসি/ মৎস্যে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন: ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের http://fisheries.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড ও পূরণ করে ‘প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, কক্ষ নং-৫১১, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর, ২০২১।