৮ মাস পর শুরু হলো কাঁচা মরিচ আমদানি
এগ্রিবিজনেস
হিলি স্থলবন্দর দিয়ে ৮ মাস পর ভারত থেকে আমদানি শুরু করা হয়েছে কাঁচা মরিচ। আমদানি শুরুর খবরে বন্দর এলাকায় ভিড়তে শুরু করেছেন পাইকাররা।
শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় হিলির আমিরুল মল্লিক রয়েল নামের সিএন্ডএফ এজেন্টের প্রথম কাঁচা মরিচের একটি গাড়ি এ বন্দরে প্রবেশ করে।
সিএন্ডএফ আমিরুল মল্লিক রয়ে জানান, দীর্ঘ দিন কাঁচা মরিচের আমদানি বন্ধ থাকার পর এখন পারমিট পেয়েছি। আজ সকালে প্রথম আমার এক গাড়ি কাঁচা মরিচ আমদানি হয়েছে। ৩০০ টাকা ডলারে প্রায় ১৩ মেট্রিকটন কাঁচা মরিচ আনা হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান দীর্ঘ ৮ মাস বন্ধের পর হিলির কাঁচা মরিচ আমদানি কারকরা পারমিট পেয়েছেন। ভারত থেকে মরিচ আমদানি বন্ধ থাকায় দেশি বাজারে মরিচের দাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আশা করছি, দেশি বাজারে মরিচের দাম স্বাভাবিক হবে।
এদিকে দেশের বাজারে পণ্যটির দাম স্বাভাবিক রাখতে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।