কমছে কৃষি, বাড়ছে ঘের!
কৃষি বিভাগ
খাদ্য চাহিদা মেটাতে যে বিপুল পরিমাণ খাদ্য শস্যের দরকার তা কৃষিজমি থেকেই আসে। কৃষি নির্ভরশীল দেশ হওয়া সত্বেও প্রতিনিয়ত কমে আসছে চাষের জমি।
অপরিকল্পিতভাবে কৃষি জমিতে বসতবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের কারনে যেমন কৃষি জমি অকৃষিখাতে চলে যাচ্ছে, তেমনি ধানের জমিতে অপরিকল্পিতভাবে মাছের ঘের ও পানবরজ নির্মাণের ফলে দিনদিন কমে আসছে ধানের জমি। যা ভবিষ্যতে দেশে খাদ্য সংকটের মুখে পরার আশঙ্কা করছেন সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় বোরো ধানের জন্য বিখ্যাত আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকা প্রতিনিয়ত এস্কেভেটর মেশিন দিয়ে ধানের জমি বিনষ্ট করে অপরিকল্পিতভাবে মাছের ঘের, পানবরজ গড়ে তোলা হচ্ছে। ফলে হুমকির মুখে পরেছে এ অঞ্চলের বোরো ধানের জমি।
গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার এলাকায় দেখা যায়, বিলের মধ্যে এস্কেভেটর মেশিন দিয়ে বোরো ধানের জমি কেটে তৈরি করা হচ্ছে মাছের ঘের। এছাড়াও ওই এলাকার বিলের অধিকাংশ বোরো ধানের জমি এখন পানবরজ আর মাছের ঘেরের দখলে। এভাবে উপজেলার অন্যান্য ইউনিয়নের ধানের জমি মেশিন দিয়ে ভরাট করা হচ্ছে।