১২:১৩ অপরাহ্ন

রবিবার, ৫ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • জালে ধরা পড়ছে না ইলিশ, হতাশ জেলেরা!
ads
প্রকাশ : মে ৬, ২০২১ ৭:০৯ অপরাহ্ন
জালে ধরা পড়ছে না ইলিশ, হতাশ জেলেরা!
মৎস্য

ভোলার দৌলতখানের মেঘনায় ২ মাস পর নদীতে নেমেছেন জেলেরা। তবে নদীতে ইলিশের সরবরাহ অনেক কম হওয়ায় দাম বেশি বলে জানিয়েছেন আড়ৎদাররা। সারাদিন নদীতে জাল বেয়েও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছেন না দৌলতখানের জেলেরা।

জানা যায়, এ উপজেলায় আয়ের প্রধান উৎস হচ্ছে নদী। এবার নদীতে মাছ কম থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এতে ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে তাদের। প্রতিদিন জাল, নৌকা, ও ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে নামলেও তাদের ফিরে আসতে হচ্ছে খালি হাতে। কারণ যেটুকু মাছ পাচ্ছেন তা দিয়ে খরচ ওঠে না তাদের। এতে অনেকের মাছ ধারার আগ্রহ কমে গেছে। কেউ কেউ আবার ঋণের বোঝা নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। দৌলতখান উপজেলার পাতারখাল মাছঘাট, ভবানীপুর মাছঘাট, গোষেরহাট এলাকার মাছঘাট, চরপাতা এলাকার মাছঘাটগুলোর অবস্থা এমনি।

জানা গেছে, ইলিশের অভয়াশ্রম রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ শিকার বন্ধ থাকার পর মে মাসের শুরুতেই নদীতে ইলিশ শিকারে নেমেছিলেন উপজেলার জেলেরা। ঈদের আর আটদিন বাকি থাকায় জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় পড়েছেন।

মাঝিসহ বেশ কয়েকজন জেলে জানান, নদীতে এখন জাল বেয়ে তেলের খরচ উঠছে না। আগে এমন সময় নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো। দুই মাস নদীতে মাছ শিকার বন্ধ থাকর পর ভাবছি নদীতে অনেক ইলিশ ধরা পড়বে কিন্তু মাছ নেই। তারা জানান, ঈদের আর আটদিন বাকি আছে ছেলে-মেয়েদের এখনও নতুন জামা-কাপড় কিনে দিতে পারিনি।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, এ মুহূর্তে নদীতে ইলিশের সংকট রয়েছে। তবে আগামী দু’এক মাসের মধ্যে ইলিশ ধরা পড়লে জেলেদের দুর্দিন কেটে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop