১২:২২ অপরাহ্ন

রবিবার, ৫ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • বরিশাল সদরে বিনা উদ্ভাবিত মুগডালের মাঠদিবস অনুষ্ঠিত
ads
প্রকাশ : এপ্রিল ২৭, ২০২১ ৪:০৯ অপরাহ্ন
বরিশাল সদরে বিনা উদ্ভাবিত মুগডালের মাঠদিবস অনুষ্ঠিত
কৃষি বিভাগ

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল সদরের চর হিজলতলায় বিনা উদ্ভাবিত মুগডাল চাষ সম্প্রসারণ শীর্ষক কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(২৭ এপ্রিল) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি (ভার্চুয়ালে) ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মাটি মুগডাল আবাদে যথেষ্ট উপযোগী। এর আবাদ খরচ কম। বাজার মূল্য বেশি। এতে আমিষের পরিমাণ অনেক। পাশাপাশি রয়েছে জিংক এবং আয়রণের মতো পুষ্টি উপাদান। মাটির স্বাস্থ্য রক্ষায়ও হিতকর। সেজন্য এর আবাদ আরো বাড়ানো দরকার। বীজ হিসাবে বিনামুগ-৮’র ব্যবহার অনন্য। এর দানা মাঝারি। রঙ উজ্জ্বল এবং সুগন্ধি। হেক্টর প্রতি গড় ফলন ১.৮ টন প্রায়। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শ মতে চাষাবাদ করলে কৃষকরা লাভবান হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি (ভার্চুয়ালে) ছিলেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত। বিনা উপকেন্দ্র্রের ভারপ্রাাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. ফজলুর রহমান, স্থানীয় ইউপি. সদস্য মো. জসিম উদ্দিন, প্রদর্শনী কৃষক মো. রানা সরদার, মো. লাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop