আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে আড়াই লাখ টাকার মাছ নিধন
মৎস্য
বগুড়ার আদমদীঘিতে মৎস্যচাষি রোস্তম আলীর পুকুরে বিষ দিয়ে আড়াই লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার নিমকুড়ি গ্রামে তার লিজকৃত পুকুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বুধবার রাতে ওই ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার মঠপুকুরিয়া গ্রামের মৎস্যচাষি রোস্তম আলী চলতি বছরের ফেব্রুয়ারিতে আদমদীঘি ভূমি অফিস থেকে নিমকুড়ি গ্রামে ৪৮ শতকের একটি পুকুর লিজ নিয়ে তেলাপিয়া, জাপানিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে সকাল ১০টার দিকে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি মৎস্যচাষি রোস্তম আলীকে অবগত করেন।
মৎস্যচাষি রোস্তম আলী অভিযোগে আরও উল্লেখ করেন, নিমকুড়ি গ্রামের মৃত দানেজের ছেলে ফেরদৌস হোসেনের ওপর বিষয়টি নিয়ে সন্দেহ হলে ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে মারপিট করতে চান। এরপর বুধবার রাত ৯টায় থানায় অভিযোগ দায়ের করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।