একরাতে আট গরু চুরি
প্রাণিসম্পদ
নীলফামারীর সৈয়দপুরের দুটি ইউনিয়ন থেকে একরাতে আটটি গরু চুরি হয়েছে। এর মধ্যে বোতলাগাড়ী ইউনিয়ন থেকে পাঁচটি ও কামারপুকুর ইউনিয়ন থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে চোরেরা এ গরু চুরি করেছে।
জানা যা, শুক্রবার রাত ১০টার দিকে শুরু হয় প্রচণ্ড বজ্রপাত ও ঝড় বৃষ্টি। চলে ভোর রাত ৪টা পর্যন্ত। এই সুযোগে বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল এলাকার আতিয়ার রহমানের বাড়ি থেকে দুটি গাভী, ঠাকুরপাড়ার আজাদের দুটি গাভী এবং কামারপুুকুর ইউনিয়নের ধলাগাছ ফকিরপাড়ার একরামুল হকের দুটি গাভী ও একটি বাছুর চুরি করে চোরেরা।
বোতলাগাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, খবর পেয়েছি। রাতে ঝড় বৃষ্টির মধ্যে গোয়াল ঘরের দরজা ভেঙে গরুগুলো চুরি করা হয়েছে। চোরদের ধরার ব্যাপারে তৎপরতা চলছে। পুলিশকেও অবহিত করা হয়েছে।
কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, ধলাগাছ ফকিরপাড়ায় একরামুল হকের দুটি গাভী ও একটি বাছুর চোরেরা দরজা ভেঙে চুরি করে নিয়ে গেছে। খবর পাওয়ার পর গ্রাম পুলিশের মাধ্যমে চুরি হওয়া গরুগুলো উদ্ধারে চেষ্টা চলছে।