কুমিল্লায় দুর্বৃত্তের দেওয়া বিষে মারা গেলো ১২ লাখ টাকার মাছ
মৎস্য
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর পশ্চিমপাড়ার একটি ফিশারিতে বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে মাছচাষি মো. জুয়েল রানার ফিশারিতে এ ঘটনা ঘটে।
বুড়িচং পূর্বপাড়ার মরহুম সহিদ মিয়ার ছেলে মাছচাষী মো. জুয়েল মিয়া জানান, রাজাপুর পশ্চিমপাড়া ৩২০ শতক ফিশারিতে প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন জাতের দেশীয় মাছ রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। বিষ প্রয়োগের ফলে মাছগুলো মরে ভেসে উঠেছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠত। এর আগেই দুর্বৃত্তরা মাছগুলো মেরে ফেলেছে। মাছচাষি জুয়েল রানা এখন সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চান।