গরু চুরির অভিযোগে নির্যাতন, গ্রেপ্তার আরও ১
প্রাণিসম্পদ
গরু চুরির অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের তোতা মিয়া নামে এক যুবককে গায়ে আগুন ও শরীরে সিগারেটের ছ্যাঁকা দেয়ার ঘটনার মামলায় নেজামুল হক (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লে. মারুফ হোসেন খান এ তথ্য জানান। গ্রেপ্তার হওয়া নেজামুল হক ধারকী পাথারপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।
র্যাব কর্মকর্তা মারুফ হোসেন খান জানান, গত ২৫ এপ্রিল ধারকী গ্রামে গরু চুরির অপবাদ এনে তোতা মিয়া নামে এক যুবককে গাছে বেঁধে পায়ে আগুন ও শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালায় কয়েকজন। একপর্যায়ে তোতা মিয়া জ্ঞান হারালে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে জরুরি বিভাগে রেখে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় ৬ জনের নামে একটি মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা ইউপি সদস্য রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
পরে শনিবার দুপুরে এ মামলার আরেক পলাতক আসামি নেজামুল হককে ধারকী কাজীরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।