গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, গরু ও ট্রাক উদ্ধার
প্রাণিসম্পদ
নওগাাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ) রাতে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি মিনিট্রাক ও চারটি গরু উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর থানার জগৎসিংপুর গ্রামের গোলম মোস্তাফার ছেলে ইমরান হোসেন (২৯), রাণীনগর থানার গোনা (উত্তরপাড়া) গ্রামের মৃত বাছেদের ছেলে রফিকুল ইসলাম (৪০), একই থানার পাকুরিয়া (বড়পুকুর) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩২), আদমদিঘী থানার পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছলিম মণ্ডলের ছেলে ট্রাকচালক হারু অর রশিদ হারুন (২৮)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতে আত্রাই থানার কাসুন্দা গ্রামের জাকির হোসেনের ৫টি গরু এবং ২৭ ফেব্রুয়ারি দাড়িয়াগাঁথী গ্রামের আব্দুর রহমানের ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় আত্রাই থানায় চুরির মামলা দায়ের করা হয়। বুধবার রাতে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।