চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু হত্যা
প্রাণ ও প্রকৃতি
চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগ করে শতাধিক ঘুঘু পাখি হত্যা করা হয়েছে। ঘুঘু পাখি সয়াবিনের বীজ খেয়ে ফেলে, তাই জমির মালিক বিষ করে প্রয়োগে পাখিগুলোকে মেরে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় কৃষক স্বপন দেওয়ানের জমিতে এ ঘটনা ঘটে। একসঙ্গে এতগুলো ঘুঘু পাখির মৃত্যুর দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হয়েছে।
হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, বিষ প্রয়োগ করে ঘুঘু পাখি হত্যার ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে ৩২টি মৃত পাখি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে। ওই খেতে ফুরাডন নামে একটি ওষুধ প্রয়োগ করা হয়েছে।
তিনি বলেন, বিষ প্রয়োগ করে ঘুঘু পাখিসহ যেকোনো পাখি হত্যা করা কেবল মারাত্মক অপরাধই নয়, এটি পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। এই ঘটনায় অভিযুক্ত কৃষক স্বপন দেওয়ানকে পাওয়া যায়নি। তবে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।