নওগাঁয় গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রাণিসম্পদ
নওগাঁর ধামইরহাটে রেজাউল করিম ইজাবুল (৬৩) নামের এক কৃষক মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা গেছে। মৃত রেজাউল করিম বৈদ্যবাটি হটাৎপাড়া গ্রামের মৃত গিয়াশ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে আকাশে মেঘ জমা শুরু করলে ইজাবুল মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।