নাটোরে পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন!
মৎস্য
নাটোরের সিংড়া ও বড়াইগ্রামে দুটি পুকুরে কিছু অজ্ঞতা লোক ‘বিষ দিয়ে কয়েক লাখ’ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। “বিষক্রিয়ায় রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৭০ থেকে ৮০ মন মারা যায়।”এতে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন তা নিয়ে দুঃচিন্তায় পড়েছেন।
বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বসন্তপুর গ্রামে এবং বড়াইগ্রাম উপজেলার বাগডোব বিল গরিলায় এই ঘটনা ঘটে।
সিংড়ার মাছ চাষি মাহাবুব আলম জানান, বসন্তপুর গ্রামে প্রতিদিনের মতো সন্ধ্যা ৭টায় তার পুকুরের প্রহরী আছির উদ্দিন মাছের খাবার দিয়ে বাড়ি চলে যান। ভোর রাতে পুকুরে মাছ ভাসতে দেখা যায়।
অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে তিনি সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
এদিকে, বড়াইগ্রামে সলিম মুন্সি (৫৫) বলেন, বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব বিল গরিলায় ‘বিষ প্রয়োগে’ তার পুকুরের অন্তত সাত লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এই ঘটনায় শুক্রবার বড়াইগ্রাম থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সলিম মুন্সি।