পুকুর দখল করে মাছ চাষ, রাজস্ব হারাচ্ছে সরকার
মৎস্য
নওগাঁর বদলগাছী উপজেলার সোহাসা মৌজার বেলগাউড়া খাস পুকুর। নিয়ম অনুযায়ী পুকুরটি জেলেদের পাওয়ার কথা থাকলেও ২০১৮ সালে স্থানীয় মফিজ উদ্দিন নামে এক ব্যক্তি এটি দখল নিতে আদালতে রিট করেন।
আদালত থেকে এর কোনও সমাধান না আসলেও প্রভাব খাটিয়ে পুকুরটি দখলে নেন তিনি। তার মৃত্যুর পর পুকুরটিতে মাছ চাষ করছেন ছোট ভাই তোফাজ্জল হোসেন। এ বিষয়ে তোফাজ্জল হোসেন জানান,ভাইয়ের করা রিটেই পুকুর দখলে রেখেছেন তিনি।
বিষয়টি একাধিকবার লিখিতভাবে প্রশাসনের কাছে জানানো হলে কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ জেলেদের। ভুক্তভোগী জেলেরা জানান, ইউএনও স্যারের কাছে বিচার দিয়েছি তারা সঠিক বিচার করে সরকারের আয়ের দিকে নিয়ে আসুক।
ব্যবস্থা না নেয়ার বিষয়ে সদুত্তর দিতে পারেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এমন একটি রিটের কথা স্বীকার করেছে ভূমি অফিস ও ই্উএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন,তার পক্ষে যদি কোন রায় না থাকে তাহলে তো তার জন্য এনট্রি নিষিদ্ধ।আর রিটটা আমরা দেখবো যদি ভুয়া হয়ে থাকে আমরা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে এটার ব্যবস্থা করব।