পুর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
মৎস্য
পুর্ব শত্রুতার জেরে কুড়িগ্রামের উলিপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার ভোররাতে জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা মাইলডাঙার পাড় গ্রামের মজিবর রহমানের ছেলে মৎস্য চাষী শিপুল মিয়া বাড়ির পাশের্^ ৩০শতক জমির পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।প্রতিদিনের মত শনিবার মধ্যরাতে শিপুল তার বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরে ভোররাতে কোন এক সময় একদল দুর্বৃত্ত তার পুকুরে বিষ প্রয়োগ করে।
পুকুরটি বিলে অবস্থিত হওয়ায় বিভিন্ন প্রজাতির প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মারা যায় বলে শিপুলের পরিবার জানায়।ভুক্তভোগী শিপুল মিয়া বলেন,আমি দীর্ঘদিন ধরে নিজের এবং অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি।একটি মহল বিভিন্নভাবে আমার এবং আমার পরিবারের ক্ষতি করার জন্য এ ধরনের কাজ করেছ। গত দুই বছর আগেও তারা আমার পুকুরে বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ ধব্বংস করেছে।
ভূক্তভোগীর পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর।