পোরশায় গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রাণিসম্পদ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় গরু মোটাতাজাকরণ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. গোলাপ হোসেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আজম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের অর্ধশতাধিক খামারি অংশগ্রহণ করেন।