পোরশায় পুকুরে গ্যাসবড়ি দিয়ে দুর্বৃত্তের মাছ নিধন
মৎস্য
নওগাঁর পোরশা মশিদপুর ইউনিয়নের গোরখাই গ্রামে ৫টি পুকুরে গ্যাসবড়ি প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার(২০ মে) এই ঘটনা ঘটে।
গোরখাই জামে মসজিদের সভাপতি আব্দুল হাকিম জানান, মসজিদের পক্ষে প্রায় ১৭/১৮ বছর থেকে স্থানীয় ভাবে পোরশা গ্রামের শাহুদের কাছ থেকে পুকুরগুলি মৌখিক লীজ নিয়ে মসজিদ কর্তৃপক্ষ মাছ চাষ করে আসছিল।
মাছ বিক্রি হতে আয়কৃত টাকা মসজিদের উন্নয়ন খাতে ব্যয় করা হতো। হঠাৎ কে বা কাহারা বৃস্পতিবার দিবাগত রাতে পুকুর গুলিতে গ্যাসবড়ি প্রয়োগ করে। ফলে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার মাছ মরে যায় বলে তিনি জানান। তবে পুর্ব শত্রুতার জের ধরে মাছ নিধনের কাজটি হয়েছে এবং এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে তিনি জানান।
পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যরা ঘটনা স্থলে গিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।